
ভোলা প্রতিনিধি,
ভোলার তজুমদ্দিন উপজেলায় ওএমএস আটা বিক্রিকে কেন্দ্র করে অনিয়মের অভিযোগ উঠেছে। ভোলার খান ফ্লাওয়ার মিল থেকে প্রতিদিনের মতো দুই দিনের জন্য মোট ২০ বস্তা (প্রতি ডিলারের কোটায় ১০ বস্তা) আটা নিয়ে যান চালক রাসেল।
জানা গেছে, আটা নিয়ে গেলে ওএমএস ডিলার বাচ্চু তালুকদার ড্রাইভারকে প্রস্তাব দেন অর্ধেক মাল ডিলার পয়েন্টে রেখে বাকি অর্ধেক কালোবাজারে বিক্রি করার। এ সময় তিনি দাম্ভিক ভঙ্গিতে বলেন, সব আটা আমরা খোলা বাজারে বিক্রি করি না, তোমার মালিকের সাথে কথা বলে ফয়সালা করো।
ঘটনার পর ড্রাইভার রাসেল মিল মালিকের সাথে যোগাযোগ করলে, মিল মালিক স্পষ্ট জানিয়ে দেন যে আটা বিক্রয়ে কোন অবৈধ সুবিধা দেওয়া যাবে না এবং অনিয়মের সুযোগ নেই। পরে বাচ্চু তালুকদার মাল রাখতে অস্বীকৃতি জানান।
পরবর্তীতে মিল মালিক উপজেলা খাদ্য নিয়ন্ত্রককে অবহিত করলে তিনি চালানকৃত আটা উপজেলা খাদ্য গুদামে জমা দেওয়ার নির্দেশ দেন। কিন্তু তজুমদ্দিন খাদ্য গুদাম কর্মকর্তা আটা গ্রহণে তালবাহানা করেন। ফলে ট্রাকে লালমোহন উপজেলার জন্য সংরক্ষিত আটা থাকায় চালক দ্রুত লালমোহনের উদ্দেশ্যে ফেরত চলে আসেন।
স্থানীয় সচেতন মহল অভিযোগ করেছে, ওএমএস আটার মতো গুরুত্বপূর্ণ পণ্যের বণ্টনে ডিলার এবং খাদ্য গুদাম কর্মকর্তার এমন অনিয়ম সাধারণ মানুষের জন্য ক্ষতিকর। তারা দ্রুত তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
Leave a Reply