Advertisement

ভোলায় আনন্দঘন অনুষ্ঠানে আমার দেশে’র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। পুলিশ সুপারের ব্যতিক্রমী উপহার।

ভোলায় আনন্দঘন অনুষ্ঠানে আমার দেশে’র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। পুলিশ সুপারের ব্যতিক্রমী উপহার।

মোঃ হাসনাইন আহমেদ, ভোলা:

ভোলায় আনন্দঘন পরিবেশে আমার দেশে’র
পুনঃপ্রকাশের নবযাত্রার প্রথম বর্ষপূর্তি পালিত হয়েছে। আজ ২২ ডিসেম্বর সোমবার ভোলা প্রেসক্লাবে কেককাটা, শুভেচ্ছা বিনিময়, আলোচনা সভাসহ নানা আয়োজনে ভোলার গণমাধ্যম কর্মী, রাজনীতিবিদ সুশীল সমাজ, সংস্কৃতি ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে ভোলার নবাগত পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওসারের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ সুপার সোহান সরকার আমার দেশে’র ভোলা জেলা প্রতিনিধি ইউনুছ শরীফের হাতে তুলে দেন ব্যতিক্রমী এক উপহার। যার মধ্যে ছিল মৌসুমী বিভিন্ন প্রকারের ফল দিয়ে তৈরি করা বিশাল এক ফলের কাটুন। উপস্থিত অতিথিবৃন্দ পুলিশ সুপারের এ ব্যতিক্রমী উপহারে কৃতজ্ঞতা জানান।

আমার দেশের মজলুম সম্পাদক মাহমুদুর রহমানের উপর ভারতীয় আগ্রাসনে জুলুম নির্যাতনের চিত্র তুলে ধরে সকলকে ‘আমার দেশ’ পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানান, আমার দেশে’র ভোলা প্রতিনিধি ইউনুছ শরীফ।
অনুষ্ঠানের শুভেচ্ছা জানান, ভোলা জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, জামায়াতে ইসলামীর ভোলা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলাম, জেলা সেক্রেটারি মাওলানা হারুনুর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার সোহাগ সর্দার, জেলা বিজেপি’র সাধারণ সম্পাদক মুতাসিম বিল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তরের সেক্রেটারি তরিকুল ইসলাম তারেক।
সাংবাদিক আনোয়ার হোসেন ও আব্দুল মালেক ইয়ামিন হাওলাদার এর উপস্থাপনায় সাংবাদিকদের মধ্যে শুভেচ্ছা জানান, সাংবাদিক এম এ তাহের, কালবেলা জেলা প্রতিনিধি ওমর ফারুক, এনটিভি জেলা প্রতিনিধি আফজাল হোসেন, নিউজ ২৪ জেলা প্রতিনিধি ও টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের জেলা সভাপতি জুন্নু রায়হান, ২১ টেলিভিশন জেলা প্রতিনিধি মেজবাউদ্দিন শিপু, যুগান্তর ও জিটিভি জেলা প্রতিনিধি টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন গোলদার, চ্যানেল ২৪ জেলা প্রতিনিধি এইচ এম জাকির, এস এ টিভি’র জেলা প্রতিনিধি বিল্লাল হোসেন, এটিএন বাংলা প্রতিনিধি সিদ্দিক উল্লাহ, সংগ্রাম জেলা প্রতিনিধি আব্দুর রহমান হেলাল, কালের কন্ঠ জেলা প্রতিনিধি একরামুল আলম, জনকন্ঠ জেলা প্রতিনিধি বিল্লাল নাফিস, আমার দেশ বোরহানউদ্দিন প্রতিনিধি তামিম ইসলাম, লালমোহন লালমোহন প্রতিনিধি আজিম উদ্দিন খান, জেলা জার্নালিস্ট ফোরামের সাধারণ সম্পাদক সাংবাদিক ইমরান হোসেন, মোহাম্মদ আলী, হারুনুর রশিদ শিমুল, সানাউল্লাহ, মনিরুল ইসলাম, মঞ্জু ইসলাম, বাংলাবাজার ফাতেমা খানম মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক বিল্লাল হোসেন জুয়েল, টবগী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আশরাফুল আলম।
শুভেচ্ছা বিনিময় বক্তারা বলেন, মজলুম সম্পাদক মাহমুদুর রহমানের আমার দেশ এখনো ভারতীয় আগ্রাসনের আধিপত্যবাদের হাত থেকে রেহাই পায়নি। আমার দেশকে নিয়ে এখনো ষড়যন্ত্র চলছে এবং মাহমুদুর রহমানকে নিয়ে অনেক বিতর্ক তৈরীর চেষ্টা করছে তারা। আমরা আশা করছি কোন ষড়যন্ত্রই আমার দেশকে স্তব্ধ করতে পারবে না। শীর উঁচু করে দাঁড়ানো মানুষগুলোকে দাবানোর চেষ্টা করেও দাবানো যায় না। তার মধ্যে মাহমুদুর রহমান আমাদের প্রতীক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *