
অপারেশন ডেভিল হান্ট ফেজ–২ এর অংশ হিসেবে ভোলায় বাংলাদেশ কোস্ট গার্ড–এর বিশেষ অভিযানে ১টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৫ রাউন্ড তাজা কার্তুজ ও ৮ হাজার টাকার জাল নোটসহ এক কুখ্যাত সন্ত্রাসীকে আটক করা হয়েছে।
সোমবার (২৯ ডিসেম্বর ২০২৫) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ২৮ ডিসেম্বর বিকাল ৫টায় কোস্ট গার্ড স্টেশন ইলিশার নেতৃত্বে ভোলা সদর থানাধীন মাঝেরচর সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোঃ আরমান (১৯) নামের এক কুখ্যাত সন্ত্রাসীকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৫ রাউন্ড তাজা কার্তুজ এবং ৮ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে আসছিল।
জব্দকৃত আলামতসহ আটক সন্ত্রাসীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দৌলতখান থানায় হস্তান্তর করা হয়েছে।
কোস্ট গার্ড জানায়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।













Leave a Reply