Advertisement

ভোলার তজুমদ্দিনে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ, আহত ১৫

ভোলার তজুমদ্দিনে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ, আহত ১৫

তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি :

ভোলার তজুমদ্দিন উপজেলায় বিএনপির দু’টি গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন। আহতদের মধ্যে ৪ জনকে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ভোলা সদর হাসপাতালে রেফার করা হয়েছে।

হাসপাতাল ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুর ১টার দিকে শশীগঞ্জ দক্ষিণ বাজারের হাসপাতালের সামনে উপজেলা শ্রমিকদলের সভাপতি ইকবাল হোসেন লিটনের নেতৃত্বাধীন গ্রুপ এবং যুবদল নেতা গিয়াসউদ্দিন হাওলাদার ও মিজান গ্রুপের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। প্রায় এক ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন।

আহতদের মধ্যে রয়েছেন— মো. নোমান (২৫), আব্দুল গফুর (৩৫), মিরাজ (২৫), আল-আমীন (২৫) ও রুবেল (৩৫)। আহত আল-আমীনের অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে ভোলা সদর হাসপাতালে পাঠান।

ঘটনার বিষয়ে উপজেলা শ্রমিকদল সভাপতি ইকবাল হোসেন লিটন অভিযোগ করে বলেন, পূর্বে আওয়ামী লীগ সংশ্লিষ্ট ক্যাডারদের দ্বারা তার ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। পরবর্তীতে ওই লুট হওয়া মালামালের হিসাব বুঝে নিতে গেলে যুবদলের একাংশ বাধা সৃষ্টি করে। এরই জের ধরে মঙ্গলবার সংঘর্ষের সূত্রপাত হয়।

অন্যদিকে যুবদল নেতা গিয়াসউদ্দিন হাওলাদার বলেন, ইকবাল হোসেন লিটন দক্ষিণ বাজারে ব্যবসায়ীদের সঙ্গে দুর্ব্যবহার ও মারধর করলে স্থানীয়রা বাধা দেয়। এ সময় সংঘর্ষের ঘটনা ঘটে এবং তাদের পক্ষের কয়েকজন আহত হন।

তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুস সালাম জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *