Advertisement

ভোলায় রামদাসপুরে পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

ভোলায় রামদাসপুরে পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ


‎সারাদেশে চলমান প্রচণ্ড শীতের কারণে জনজীবন যখন বিপর্যস্ত, তখন উপকূলীয় দ্বীপ জেলা ভোলার চরাঞ্চলেও শীতের তীব্রতা অনুভূত হচ্ছে।এমন পরিস্থিতিতে শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে পরিবর্তন যুব উন্নয়ন সংস্থা। শুক্রবার (০৯ জানুয়ারি) সকালে ১১ টায় ভোলার সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের রামদাসপুর চরের শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে সংস্থাটি।


‎এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-
‎চরনোয়াবাদ মুসলিম হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষক ও বিশিষ্ট সমাজসেবক মোঃ আবু তাহের, এবং সংগঠনের পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ও পরিচালক নেওয়াজ শরীফ, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ইকবাল হোসেন (রনি), কার্যনির্বাহী সদস্য মোঃ ফয়েজ, মোঃ হাসান, মৌসুমী সুলতানা প্রেমা, আসমা বেগম। আরো উপস্থিত ছিলেন এনটিভি অনলাইনের ভোলা প্রতিনিধি আরিফুল ইসলাম রিয়াজ, মোঃ সোহান, মোঃ রাকিব, মোহাম্মদ ইউসুফ আলী’সহ অন্যান্যরা।


‎এসময় মোঃ আবু তাহের বলেন, শীতার্ত মানুষের গায়ে শীতবস্ত্র জড়িয়ে তার মুখে হাসি ফোটানোর চেয়ে আনন্দের আর কী হতে পারে? এর মাধ্যমে প্রকাশ পায় মানুষের প্রতি আমাদের মমত্ব ও ভালোবাসার। এভাবে অসহায়দের সাহায্যে এগিয়ে আসার মাধ্যমেই রচিত হবে মানবিক সেতুবন্ধন। আমাদের সামান্য সহযোগিতা তাদের জীবনে এনে দিতে পারে এক টুকরো সুখ।

‎তিনি আরও বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব ‘মানুষ মানুষের জন্য’। দরিদ্র অসহায় মানুষরা দেশ ও সমাজের অংশ। তাই সমাজের বিত্তশালীসহ সবার উচিত গরিব, সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো। শীতবস্ত্র বিতরণ শুধুমাত্র অসহায় মানুষের প্রতি করুণা নয়, তাদের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব। হৃদয়ের মানবতাবোধকে জাগ্রত করে সমাজের সব সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করার আহ্বান জানান তিনি।

‎সংস্থার প্রতিষ্ঠাতা ও পরিচালক নেওয়াজ শরীফ বলেন, সমাজের অসহায় মানুষের পাশে থেকে কাজ করে যেতে চায় পরিবর্তন যুব উন্নয়ন সংস্থা। ভবিষ্যতেও তাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *