
ভোলা সদর উপজেলা আওয়ামী ছাত্রলীগের সাধারণ সম্পাদক সালমান গোলদারকে অপারেশন ডেভিল হান্ট ফেজ–২ এর অংশ হিসেবে ভোলায় কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে আটক করা হয়েছে।
রোববার ১১ জানুয়ারি বিকাল ৩টার দিকে কোস্ট গার্ড বেইজ ভোলা ও পুলিশের সমন্বয়ে ভোলা সদর থানার কালীবাড়ি রোড সংলগ্ন এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানে মোঃ সালমান গোলদার, বয়স ৩০, কে আটক করা হয়।
কোস্ট গার্ড সূত্র জানায়, আটক সালমান গোলদার নিষিদ্ধ আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মী।
তার পিতার নাম মোঃ সিরাজ গোলদার। বাড়ি ভোলা সদর উপজেলার কালীবাড়ি রোড এলাকার ৩ নম্বর ওয়ার্ডে।
আটকের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট বিএন মোঃ আবুল কাশেম বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।













Leave a Reply