
ভোলার হতদরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে করিম–বানু ফাউন্ডেশন। মানবতার পাশে, মানুষের কল্যাণে এই প্রতিপাদ্য নিয়ে সোমবার (১৩ জানুয়ারি) ভোলা প্রেসক্লাব মিলনায়তনে কম্বল ও খাবার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভোলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সাংবাদিক এম এ তাহের, দৈনিক আজকের ভোলার সম্পাদক ও ভোলা প্রেসক্লাবের প্রধান সমন্বয়ক আলহাজ্ব শওকাত হোসেন, দৈনিক কালবেলার জেলা প্রতিনিধি ওমর ফারুক, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর জেলা প্রতিনিধি আল আমিন শাহরিয়ার, আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি ইউনুছ শরীফ, দৈনিক দেশকালের জেলা প্রতিনিধি জামাল উদ্দিন, ভোলা জার্নালিস্ট ফোরামের সাধারণ সম্পাদক ইমরান হোসেন, দৈনিক আজকের দর্পণের জেলা প্রতিনিধি আশরাফুল আলম সজীব, এনটিভি মাল্টিমিডিয়া প্রতিনিধি আরিফুল ইসলাম রিয়াজ, সাংবাদিক হাসনাইনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
বক্তারা বলেন, ভোলার দৌলতখান উপজেলার সম্ভ্রান্ত পরিবার মরহুম ফজলে করিম–হাসনা বানুর নামে প্রতিষ্ঠিত এই ফাউন্ডেশনের চেয়ারম্যান ইউসুফ হোসেন যে মানবিক উদ্যোগ নিয়েছেন, তা নিঃসন্দেহে প্রশংসনীয়। তারা আশাবাদ ব্যক্ত করেন, ভবিষ্যতেও এই ফাউন্ডেশন এভাবেই অসহায় মানুষের পাশে থাকবে।
এদিকে কম্বল ও খাবার পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন মমিনুল হক পাটোয়ারী। কান্নাজড়িত কণ্ঠে তিনি মহান আল্লাহর কাছে ফাউন্ডেশনের সবার জন্য দোয়া করতে থাকেন। শীতের কষ্টে থাকা মানুষগুলোর মুখে এই মুহূর্তে যে স্বস্তির ছাপ ফুটে উঠেছে, সেটাই ছিল পুরো আয়োজনের সবচেয়ে বড় সাফল্য।













Leave a Reply